জেলা শ্রমিক লীগের সভাপতি সিকদারের হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৮০৯ বার পড়া হয়েছে
কক্সবাজারে মেম্বার প্রার্থী ও জেলা শ্রমিক লীগের সভাপতি সিকদারের হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। ইউপি নির্বাচনের প্রচারণায় শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন কুদরত উল্লাহ ও তার ভাই জহিরুল ইসলাম।
শহরের লিংক রোডের এ হামলার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তাঁর ভাই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদারের অফিসে দুর্বৃত্তরা গুলি চালায়। মোটর বাইকে এসে তাদের গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। আগামী ১১ নভেম্বর কক্সবাজারের ২১ ইউপিতে নির্বাচনের ভোটগ্রহণ।