রওশন এরশাদ চিকিৎসার জন্য ব্যাংককে পৌঁছেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ চিকিৎসার জন্য ব্যাংককে পৌঁছেছেন। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাহগিব মাহি সাদ এরশাদ।
গতকাল বিকেল ৫টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনকে বহনকারী অ্যাম্বুলেন্স। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা রয়েছে। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাদ। এর আগে, গত ২৮ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, বার্ধক্যজনিত নানা রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন রওশন এরশাদ।