সেমিফাইনাল নিশ্চিতের মিশনে আরও একধাপ এগিয়ে নিউজিল্যান্ড

- আপডেট সময় : ০৯:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের মিশনে আরও একধাপ এগিয়ে গেলো নিউজিল্যান্ড। এবার নামিবিয়াকে ৫২ রানে হারিয়েছে কিউইরা।
শারজায় নিউজিল্যান্ডের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে নামিবিয়ার ইনিংস। ব্যক্তিগত ইনিংসে চমক দেখাতে পারেনি কোন নামিবিয়ার ব্যাটার। ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন মিচেল লিনজেন। এছাড়া ২৩ রান আসে জেন গ্রিনের উইলো থেকে। পুরো আসরে আলো ছড়ানো ডেভিড উইসা করেন ১৬ রান। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৩ রান তোলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত বড় সংগ্রহ পায়নি কেউই, সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। ৩৫ রানে সঙ্গী জেমি নিশাম। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৮ রান। এ জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নামিবিয়া। সেমির রেসে এখনও টিকে আছে গ্রপের অন্য দুই দল ভারত ও আফগানিস্তান। এরই মধ্যে ৪ ম্যাচে শতভাগ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।