মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
 - / ১৫৫৭ বার পড়া হয়েছে
 
বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার ডিজেল, কেরসিনের দাম বৃদ্ধি করে দেশের মানুষের নাভিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় নিম্ন ও মধ্যবিত্তদের অবস্থা আরো খারাপের দিকে যাবে।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধন তিনি এসব কথা বলেন। এসময় আমীর খসরু বলেন, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা লুটপাট করার জন্যই ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে। কারণ এর টাকা আওয়ামীলীগ নেতাদের পকেটে যাবে। এক সাথে ১৫ টাকা দাম বাড়ানোর আগে স্টেক হোল্ডারদের মতামত নেয়া প্রয়োজন ছিল। এসব কিছুর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করারও দাবি জানান বিএনপির এ নেতা।
																			
																		














