জ্বালানি তেলের দাম বাড়ানো অযৌক্তিক : জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বাড়ানোকে অযৌক্তিক উল্লেখ করে সরকারকে পুনর্বিবেচনার আহবান জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাবেক অতিরিক্ত সচিব ড. নূরুন্নবী মৃধা’র যোগদান অনুষ্ঠানে জিএম কাদের আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পণ্যের উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়বে। এতে আরও কঠিন হয়ে পড়বে জনজীবন। ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম সহনীয় রাখার পরামর্শ দেন তিনি। সরকারকে ব্যবসায়িক নয়, সেবার মনোভাব নিয়ে দেশ পরিচালনার আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।