বর্তমান সরকার নিজেদের পকেট ভারি করতে দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
বর্তমান সরকার নিজেদের পকেট ভারি করতে দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে তিনি এ কথা বলেন। এসময় মির্জা ফখরুল আরো বলেন, সরকার পণ্যের দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করছে। এতে অর্থনীতিতে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। ইতোমধ্যে ট্রাক শ্রমিক সংগঠনগুলো ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যে আন্দোলনের ডাক দিয়েছে সেখানে বিএনপি’র সমর্থন থাকবে বলে জানান তিনি।


















