নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের ৯ ইউনিয়নেও ছড়িয়েছে সহিংসতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি ইউনিয়নে সহিংসতা হয়েছে।
বুধবার রাতে কোদালিয়া শহীদ নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইমাম উল ইসলামের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বাড়ী ভাংচুরের পাশাপাশি ঘরের মালামাল লুটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়ীর নারীদের লাঞ্ছিতও করে। ইমামুল ইসলামের কর্মীদের জন্য রাখা খাবার নষ্ট করে ফেলা হয়। হামলাকারীর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানা গেছে। আগামী ১১ নভেম্বর ওই ইউনিয়নের ভোটগ্রহণ হবে।