আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে ভারত

- আপডেট সময় : ০২:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টিকে থাকার ম্যাচে উড়ন্ত আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে ভারত। আবুধাবি’র জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচ।
ছোট সংস্করণের বিশ্ব ক্রিকেটের জ্বলন্ত বিজ্ঞাপন ভারত। কিন্তু এই ফরম্যাটে এখনও পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেনি তারা। বিশ্বকাপে লাগাতার বাজে ফর্মে, কথার বাণে জর্জরিত টিম ইন্ডিয়া। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। সেই সাথে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের অসহায় আত্মসমর্পণ। সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। এদিকে চলতি বিশ্বকাপে নজরকাড়া ফর্মে সকলের আলোচনায় এসেছে আফগানিস্তান। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে প্রতিপক্ষের বাড়তি চিন্তার কারণ হচ্ছে দলটি। রশিদ খানের ঘূর্ণি কিংবা রাহমানুল্লাহ গুরবাজে’র ব্যাটের ঝড়, কতোটা সামলাতে পারবে টিম ইন্ডিয়া- সেটাই এখন দেখার বিষয়।