উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের প্রথমার্ধে গোল করে সমতা আনলেন ক্রিস্তিয়ানো রোনালদো

- আপডেট সময় : ১২:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের প্রথমার্ধে গোল করে সমতা আনলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিরতির পর আবারও পিছিয়ে পড়া দলকে শেষ মুহূর্তে গোল উপহার দিয়ে হার এড়িয়েছেন এই ফরোয়ার্ড। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা। ডায়নাভো কিয়েভের বিপক্ষে নিজেদের মাঠে জয় পায় তারা।
নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-২ গোলে ম্যাচ ড্র করেছে আতালান্তার সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগে অন্য ম্যাচে ভিয়ারিয়াল ২-০ গোলে জিতেছে ইয়াং বয়েজের বিপক্ষে। ‘এফ’ গ্রুপ ম্যানচেস্টার ইউনাইটেড ৪ ম্যাচে দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ভিয়ারিয়াল সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে অবস্থান করছে। আতালান্তা ৫ ও ইয়াং বয়েজ ৩ পয়েন্ট পেয়েছে।
এবার প্রতিপক্ষের মাঠেও জয়ের ধারা অব্যাহত রাখলো কাতালানরা। জয়ের নায়ক আনসু ফাতি। ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের লক্ষ্যভেদে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে ডায়নাভো কিয়েভকে। অন্য ম্যাচে রবার্তো লেভানদোভস্কির হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখ ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকাকে। ‘ই’ গ্রুপ বায়ার্ন মিউনিখ চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বার্সেলোনা সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বেনফিকা ৪ ও ডায়নামো কিয়েভ ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।