পরিবহন পরিচালক ও তার কর্মচারীদের উপর বর্ববোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৮৫৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিবহন পরিচালক ও তার কর্মচারীদের উপর বর্ববোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেল স্কুল চত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্টার লাইন পরিবহনের পরিচালক মোহন মিয়া বলেন, দিগন্ত পরিবহন ছেড়ে স্টার লাইন পরিহনের দায়িত্ব নেন তিনি কিন্তু দিগন্ত পরিবহনের স্টাফরা স্টার লাইন কাউন্টারের সামনে গাড়ি রেখে যাত্রী টানা হেচরা এবং ষ্টাফদের হুমকী দিয়ে আসছিল। এর এক পয্যায়ে গত ২৭ অক্টোবর দিগন্ত পরিবহনের মালিকের লোকজন স্টার লাইন পরিবহনের ষ্টাফদের মারধর করে মারাত্মক আহত করে। এ ঘটনায় ওই দিন কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সিসি টিভির ফুটেজ দেখে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।