জামালপুর, ময়মনসিংহ, রাজবাড়ী, ঝিনাইদহ ও বরিশালে বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জামালপুর, ময়মনসিংহ, রাজবাড়ী, ঝিনাইদহ ও বরিশালে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জেলা কৃষকদল।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন তালুকদারের কর্মীদের ওপর হামলা ও অফিস ভাংচুরের প্রতিবাদ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ মীরন অর রশিদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম গড়াই নদীর জেগে উঠা চরে জমি বন্দোবস্ত পেলেও দখলে যেতে পারছে না ১৯টি ভূমিহীন পরিবার। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী করে ওই সব ভূমিহীন পরিবার।
বাগেরহাটে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ জলবায়ু সম্মেলন সামনে রেখে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশাল ও ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে