সরকারের পায়ের নিচে মাটি নেই বলে মন্ত্রণালয় থেকে নথি গায়েবের মতো ঘটনা ঘটছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
সরকারের পায়ের নিচে মাটি নেই বলে মন্ত্রণালয় থেকে নথি গায়েবের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন। এসময় তারা বলেন, বর্তমান পেশিবাদী সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। তারা বলেন, সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।পরিনামে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র নেতারা।











