শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করছে শিল্পপুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের প্রয়োজনে পুলিশের মধ্যে বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে; এরমধ্যে শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করছে শিল্পপুলিশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শিল্পাঞ্চল পুলিশের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে সাভারের আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষ। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। পুলিশ জনগনের বন্ধু হিসাবে প্রততিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।