বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই : হুইপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের কাজ করছে সরকার। অপচয় রোধে সরকার এরই মধ্যে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু করেছে বলে জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
সকালের নেস্কো লিমিটেডের উদ্যোগে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধনের সময় একথা বলেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে জেলার ৩৫ হাজার গ্রাহক এই সুবিধার আওতায় আসবে। এসময় দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মাহমুদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।