ফেরি উদ্ধারে অবশেষে পৌঁছাল রুস্তম

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে রো-রো ফেরি আমানত শাহডুবির ঘটনায় চার দিনের মাথায় বিআইডব্লিউটিএ’র আরও একটি উদ্ধারকারী জাহাজ রুস্তম যোগ দিয়েছে সকালে।
সকালে ১০ টা থেকে ডুবে যাওয়া ফেরি তুলতে হামজার সাথে কাজ শুরু করেছে। শিমুলিয়াঘাট থেকে বিআইডব্লিউটিএর নিজস্ব উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়া ফেরিঘাটে এসে পৌঁছেছে। বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডুবে যাওয়া ফেরি থেকে সকালে আরও একটি কাভার্ড ভ্যান ও মটর সাইকেল উদ্বার করেছে। এ নিয়ে ১৩ টি জানবাহন ও দুটি মটরবাইক উদ্বার হল। তবে কবে নাগাদ ফেরি উদ্বারের কাজ শুরু হবে এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলতে পারেনি।