এখনও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ফেরি আমানত শাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ফেরি আমনত শাহ ফেরিটি এখনও উদ্ধার সম্ভব হয়নি। চলছে দ্বিতীয় দিনের উদ্ধার তৎপরতা। অর্ধেক তলিয়ে থাকা ৪শ টন ওজনের আমানত শাহকে উদ্ধারের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
তদন্ত ৭ সদস্যের কমিটি গঠন করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। নৌযানটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ। যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও প্রত্যয়। বুধবার সারাদিনের তৎপরতায় চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এখন যৌথভাবে উদ্ধার কাজে অংশ নিচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। এদিকে, একটি ফেরি কম থাকায় এলাকায় যানজট দেখা যাচ্ছে।






















