সিরাজগঞ্জে পুলিশ-যুবদল-আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৭১৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ-যুবদল-আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু জানায়, যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলীয় কার্যলয়ের সামনে নেতা কর্মীরা শান্তিপুর্ন কর্মসুচী শুরু করে। এ সময় পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালীন পুলিশে সাথে আওয়ামী লীগ-যুবলীগের নেতা কর্মীরাও বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালায়। পুলিশের গুলিতে পৌর যুবদলের আব্দুল মতিন, টিটু, সুমনা, রুবেল, স্বপনসহ ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় মতিনকে ঢাকায় পাঠানো হয়েছে।