রাঙামাটিতে খুন হলেন এক ইউপি সদস্য

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
রাঙামাটিতে খুন হলেন এক ইউপি সদস্য। মঙ্গলবার রাতে কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান প্রতিপক্ষের হামলায় নিহত হন। ঘটনার জেরে এখনো কোন মামলা হয়নি।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, ওয়ার্ডের সিলেটি পাড়ায় দুই মেম্বার প্রার্থীর মধ্যে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য সজিব। রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এক সপ্তাহ আগে ওই এলাকায় চেয়ারম্যান প্রার্থী খুন হন।