পূজামন্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচার চালাচ্ছে : কাদের

- আপডেট সময় : ০৭:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পূজামন্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচার চালাচ্ছে। এ অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দেশের সাম্প্রতিক হামলার ষড়যন্ত্র লন্ডনে বসে হচ্ছে বলে অভিযোগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে ঢাকা ও রাজশাহীতে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পূজামন্ডপে হামলার পর থেকে বিএনপি অপপ্রচার চালাচ্ছে
কুমিল্লাসহ বিভিন্ন পূজামন্ডপে হামলা প্রসঙ্গে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, অপপ্রচার করাই এখন বিএনপির শেষ আশ্রয়স্থল।
ঘটনার প্রায় দুই সপ্তাহ পর বিএনপির মন্দির পরিদর্শনকে লোক দেখানো বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এদিকে দুপুরে রাজশাহী সার্কিট হাউজে প্রেস ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় কুমিল্লার ঘটনা নিয়ে মহাসচিবসহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান ড. হাছান মাহমুদ।