চট্টগ্রামে এম.এ. মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী রাম্পের দুটি পিলারে অস্বাভাবিক ফাটল দেখা দিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বহদ্দারহাট এম.এ. মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী রাম্পের দুটি পিলারে অস্বাভাবিক ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে রাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে পিলারের ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে সিএমপির সহায়তা চায়। রাত ১১ টার দিকে পুলিশ ফ্লাওভারের কালুরঘাটমুখী যান চলাচল বন্ধ করে দেয়। এসময় ফ্লাইওভারের নিচ থেকে ভ্রাম্যমান দোকানগুলোও সরিয়ে দেয় পুলিশ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ জানিয়েছে, যে কোন সময় বিশেষজ্ঞ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে করনীয় নির্ধারণ করবে। এরআগে এই ফ্লাইওভারটি নির্মানের সময় ২০১২ সালের ২৪ নভেম্বর ৩টি গার্ডার ধ্বসে পড়ে ১৩ জনের মৃত্যু হয়।