বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায় বহন করতে হবে সরকারকেই : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলেও তাকে যথাযথ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে তার দায় বহন করতে হবে সরকারকেই। বেগম জিয়া নানা রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে নেয়া জরুরী বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক।
শরীরে টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে গুলশানে বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, খালেদা জিয়ার বায়োপসিসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। দেশে যথাযথ চিকিৎসার সুযোগ না থাকায় তার অবস্থা দিন দিনই জটিল হচ্ছে।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাকে বিদেশে যেতে না দিয়ে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার।
উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকেই বহন করতে হবে বলেও হুশিয়ার করেন বিএনপি মহাসচিব।