পায়রা সেতুর উদ্বোধনের পর ঐ অঞ্চলে রেলপথ নিয়ে কাজ শুরু হচ্ছে শিগগিরই

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
পায়রা সেতুর উদ্বোধনের পর ঐ অঞ্চলে রেলপথ নিয়ে কাজ শুরু হচ্ছে শিগগিরই। এ নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের কথা রয়েছে।
কাজ শুরু সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত অনুমোদনের পর। এর ফলে দেশের দক্ষিণাঞ্চল রেলওয়ের আওতায় আসছে। ঢাকা-বরিশাল, পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেলপথ হবে। এজন্য নতুন প্রকল্প নেয়া হবে। ইতোমধ্যে প্রকল্পটির সমীক্ষা শেষ হয়েছে। ঢাকা থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। অত্যাধুনিক ব্রডগেজ ডাবল লাইন এ প্রকল্পে বৈদ্যুতিক ব্যবস্থাপনায় ট্রেন চলবে। এ লাইন হয়ে একাধিক আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনও চলাচল করবে।