বিচার হবে ট্রাইব্যুনালে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ঘটনার ভিডিও ফুটেজগুলো আদালতে সাবমিট করা হলে তা আমলে নেয়া হবে। মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। আর মামলার অ্যাভিডেন্স হিসেবে ভিডিও ফুটেজ গ্রহণের একটা ধারা আছে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না বলেও জানান তিনি। এর আগে নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রেশন সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় উপলক্ষে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সংবর্ধনা ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এসময় রেজিস্টারদেরকে জনগণকে যথাযথ সেবা দেয়ার আহ্বান জানান তিনি।