ভারত গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেয়ায় উজানের আকস্মিক ঢলে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ভারত গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেয়ায় উজানের আকস্মিক ঢলে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলগুলো। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত: ৩০ হাজার মানুষ।
ঘর-বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন্যার পানিতে তলিয়ে গেছে শত-শত একর জমির উঠতি ধান ক্ষেত, সদ্য লাগানো আলু, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেত। ফসল হারিয়ে দু:চিন্তায় পড়েছেন চরবাসীরা। এরই মধ্যে উজান থেকে নেমে আসা বন্যার পানি কমতে শুরু করলেও তিস্তার দুইপাড়ের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে নদী ভাঙ্গন।
এদিকে, ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি অব্যাহত রয়েছে।গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে ১শ’ ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।