সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ পরিকল্পিতভাবে এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ পরিকল্পিতভাবে এগিয়ে চলছে, উন্নয়নের মর্যাদাও পেয়েছে। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে, বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে, এ কথা জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময়,চাহিদার কথা মাথায় রেখে, রপ্তানিযোগ্য পণ্যের বহুমুখীকরণ ও মান নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, প্রধানমন্ত্রী। এছাড়া, নতুন এই অ্যাক্সিবিশন সেন্টারে নিদিষ্ট সময়ের বাইরে সারা বছর মেলা চালিয়ে নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন, প্রধানমন্ত্রী। এদিকে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা প্রসংগে প্রধানমন্ত্রী বলেন, অন্যের ধর্মকে হেয় করার শিক্ষা ইসলাম দেয় না; ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।