সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন থেকে মাঠে সক্রিয় থাকবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন থেকে মাঠে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই অপশক্তিকে মোকাবিলা করেই ঘরে ফিরবে দল হুঁশিয়ারী দেন ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ এ হুঁশিয়ারী দেন তিনি। সেতুমন্ত্রী আরো বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক সহিংসতাকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। দুর্গাপূজার দশমীর দিন থেকে সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের এই আয়োজন।