আশুলিয়ায় আসবাবপত্র তৈরির কারখানার কর্মচারী হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় আসবাবপত্র তৈরির কারখানার কর্মচারী রমজান মিয়া হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার রাতে আসামি আমিনুলকে জামগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করে সিআইডি।গত ১ অক্টোবর রাত আশুলিয়ার জামগড়ার পলমল পোশাক কারখানার সামনে রমজান মিয়াকে ছুরিকাঘাতে করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিআইডির সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার দিন রমজান মিয়ার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুবৃত্তরা। ধস্তাধস্তির এক পর্যায়ে আসামিরা ছুরিকাঘাত ও রড দিয়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
























