মন্দির ও পূজা মণ্ডপে হামলার প্রতিবাদ : ঢাবি শিক্ষার্থীদের সাত দফা দাবি

- আপডেট সময় : ০৭:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
মন্দির ও পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান তারা।
দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা।
এ সময় তারা হামলার শিকার মন্দিরগুলোর সংস্কার, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ সাত দফা দাবি তুলে ধরেন তারা।
পরে দুপুরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
দুপুরে এ বিষয়ে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে কথা বলেন, স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে আগুন ও লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতেই এসব ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।
যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। এদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।
মন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে।