জনগণের দৃষ্টি সরাতে সরকারই হামলা করেছে পূজামণ্ডপে : অভিযোগ বিএনপি’র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে সরকারই হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, কৃত্রিমভাবে এসব হামলার ঘটনা সৃষ্টি করে জনগণের মধ্যে আতংক ও ভীতি সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষ ঢাকতেই এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে। এছাড়া পরিকল্পিতভাবে সরকারের মদদে দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।