মানিকগঞ্জে কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বন্যার ক্ষয় ক্ষতি পুষিয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে কৃষকরা মাঠ প্রস্তুত করে আগাম শীতকালীন সবজির চারা রোপনের ব্যস্ত সময় পার করছেন। অল্প সময়ে ফলন ও দাম- দুটোই ভালো হওয়ায় সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা।
মানিকগঞ্জের ৭টি উপজেলার বিস্তীর্ণ জমিতে এখন দেখা মিলছে কৃষকরা নানান জাতের শীতকালীন সবজি চাষে ব্যাস্ত। চলতি বন্যায় কৃষকের প্রায় ১৮ কোটির টাকার লোকসান হয়েছে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজির চাষ শুরু করেছে চাষীরা।
মানিকগঞ্জ সদর, সাটুরিয়া. সিংগাইর ও ঘিওর উপজেলায় বেশী সবজি চাষ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে বেগুন, লাউ, শশাসহ নানান জাতের শীতকালীন সবজি।
অতি বৃষ্টি না হলে বন্যার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।
চলতি মৌসুমে জেলায় এবছর ৯ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।