স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৪ জনের পরিবারের সাথে সাক্ষাতকালে এ প্রতিক্রিয়া জানান তিনি। এসময় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রাটে ফেলেছেন। সে তথ্যের ভিত্তিতে দেশের সব মন্দিরের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যথাযথ নিরাপত্তা নিশ্চিত হয়নি বলেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনা ঘটেছে।