করোনার কারণে সারা বিশ্বে ১০ কোটির বেশি মানুষ নতুন করে হতদরিদ্রের কাতারে নেমে গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৬৩২ বার পড়া হয়েছে
করোনার কারণে সারা বিশ্বে ১০ কোটির বেশি মানুষ নতুন করে হতদরিদ্রের কাতারে নেমে গেছে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল…আইএমএফ।
বিশ্বব্যাংক ও আইএমএফের চলমান বার্ষিক সভায় উন্নয়ন কমিটির ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় আরও বলা হয়েছে, নতুন হতদরিদ্র হওয়ার ক্ষেত্রে মধ্যম আয়ের দেশগুলো বেশি ভুগবে। করোনার কারণে দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়ে হতদরিদ্র হওয়া প্রায় ৮০ শতাংশই মধ্যম আয়ের দেশের নাগরিক। সেই হিসাবে বাংলাদেশসহ মধ্যম আয়ের দেশগুলোর আট কোটি লোক অতিদরিদ্র হয়ে গেছেন। কারণ, হতদরিদ্র হওয়ার তালিকায় বাংলাদেশ অন্যতম।