ফতুল্লায় অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় সুজন ফকির নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সকালে মুসলিম নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, পরিকল্পিত ভাবে তাকে বাসা থেকে ডেকে এনে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যা সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
নওগাঁর মান্দায় রাস্তার পাশের ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিনয় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কুড়কুচি গ্রামের থাকতেন। মান্দা থানার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বাগেরহাটে আবাসিক হোটেল থেকে নাসিমা খাতুন নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।