ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ইসরাইলের সেনাবাহিনী জানায়, ইসরাইলের সেনারা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে একটি গাড়ি লক্ষ্য করে তিনি বোমা নিক্ষেপ করছিলেন।
ফিলিস্তিনের লিঁয়াজো অফিস জানায়, এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। অপর একজনকে ধরে নিয়ে গেছে ইসরাইলের সেনারা। টুইটারে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, বেথেলহেম শহরে ইহুদি বসতির দিকে যাওয়ার পথে গাড়িতে বোমা নিক্ষেপ করে চালকদের বিপদে ফেলেছে দুই সন্দেহভাজন ব্যক্তি। কাছে থাকা সেনারা এ হামলা ব্যর্থ করে দিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় দুজনের একজন আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।