সোনারগাঁয়ে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৬৮১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘ দিন ধরে ভেঙে যাওয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
দুপুরে উপজেলার হোসেনপুর কলেজের সামনে সমমনা প্লাটফর্মের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দুর্গাপ্রসাদ থেকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি এক বছর ধরে সংস্কার করার জন্য ভেঙে রাখা হয়েছে। এটি শম্ভুপুরা ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক। সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন তারা। সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানান তারা।