রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি, আতঙ্ক নিয়ে চলাচল করছে পথচারী ও স্থানীয়রা

- আপডেট সময় : ০৭:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি কর্পোরশনের বিভিন্ন রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আতঙ্ক নিয়ে চলাচল করছে পথচারী ও স্থানীয়রা। পল্লীবিদ্যুৎ সমিতির দাবি সিটি কর্পোরেশন তাদের সাথে সমন্বয় না করে রাস্তা প্রশস্ত করছে। এ কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনে রাস্তা প্রসস্ত করায় অনেক স্থানে বিদ্যুতের খুঁটি পড়েছে রাস্তার ভেতরে। কোথাও কোথাও রাস্তার মাঝখানে এমনকি প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে বিদ্যুতের অনেক খুঁটি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুকি নিয়ে চলছে যানবাহন। আতংকে রয়েছে সাধারণ মানুষ। দ্রুত খুঁটি সরিয়ে রাস্তার পাশে নিরাপদ দুরত্বে নেয়ার দাবী ভোক্তভোগীদের।
সিটি কর্পোরশনের প্রকল্পে বাড়তি বরাদ্দ না থাকায় খুটি সরানো যাচ্ছে-না বলে জানান, গাজীপুর বিদ্যুৎ বিভাগ।পল্লী বিদ্যুৎতের সাথে সমন্বয় করে খুটি সরানোর ব্যবস্থা করার কথা জানান সিটি মেয়র। দ্রুত সময়ের মধ্যে খুঁটি গুলো সরিয়ে যান চলাচলের দাবি জানিয়েছে সংম্লিষ্টরা।