কুমিল্লায় ‘কোরআন অবমাননার’ ঘটনায় ঢাকায় বিক্ষোভ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
 - / ১৫৮৪ বার পড়া হয়েছে
 
কুমিল্লায় ‘কোরআন অবমাননার’ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
জুমার নামাজের পর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত হন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েক জনকে আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। পুলিশের দাবি জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ২/৩ হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ে আসে। সেখানে মিছিলটিতে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
																			
																		













