কুমিল্লায় পূজামণ্ডপে সৃষ্ট উত্তেজনার ঘটনা ‘উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত’: রিজভী
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
 - / ১৬০৪ বার পড়া হয়েছে
 
কুমিল্লায় পূজামণ্ডপে সৃষ্ট উত্তেজনার ঘটনা ‘উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিশ্বকে দেখানোর চেষ্টা করছে যে সাম্প্রদায়িক ঘটনা যা-ই ঘটুক, তা তারা দমন করেছে।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি- এর কোনও সমাধান করছে না সরকার। দলীয় লোকেরাই সিন্ডিকেটে জড়িত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে দৃষ্টি সরাতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, আজকে যে বিএনপিকে সভা করতে না দেওয়ার পেছনে কারণ দেশে গুম খুন চলবে কিন্তু প্রেসক্লাবে কোনও সভা সেমিনার করতে পারবে না। এই সরকারের উসকানিতে আমরা কোনও প্রতিক্রিয়া দেখাবো না। শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ এই দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে।
																			
																		













