নোয়াখালীতে রাজাকার পরিবারের সদস্য নৌকা প্রার্থী, প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে রাজাকার পরিবারের সদস্যকে নৌকা প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
সকালে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরণ, স্থানীয় মুক্তিযোদ্ধা এমদাদুল হক ও এমপি ফরিদা খানমের সুপারিশ অমান্য করে রাজাকার পরিবারের সদস্যকে নৌকার প্রার্থী দেয়ায় তীব্র নিন্দা জানান, এবং অনতিবিলম্বে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মতামত প্রাধান্য দিয়ে নৌকার প্রার্থীতা থেকে প্রত্যাহার করে নতুন প্রার্থী দেয়ার জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউপি আওয়ামী লীগ সভাপতি এনামুল হক শাহিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।