গোপালগঞ্জে জলাশয় থেকে এক মাহেন্দ্র চালকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশের জলাশয় থেকে মোহাম্মদ দেলোয়ার ফকির নামের এক মাহেন্দ্র চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক কলহ ও পাওনা টাকা পরিশোধের ভয়ে গত এক সপ্তাহ ধরে দেলোয়ার ফকির বাড়িতে যান না। দুপুরে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশের জলাশয়ে দেলোয়ারের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় জলাশয়ের পাশ থেকে মাহেন্দ্র, পড়নের লুঙ্গি, গোসলের সাবান ও স্যান্ডেল উদ্ধার করা হয়।















