ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি’ এমন মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধনী আলোচনায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন চোরের মার বড় গলা, বিএনপি এতিমের টাকা চুরি করেছে। খালেদা জিয়া এবং তারেক জিয়া বিদেশ থেকে আনা এতিমের টাকা মেরে দিয়েছে। এসময় পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান, খাদ্য উপসচিব সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সারোয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
























