শারজায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
 - / ১৬০৮ বার পড়া হয়েছে
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ। দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা।
শারজায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের। রাত ৮টায় শুরু হবে ম্যাচ। ২০১৪ সালের পর প্রথমবার ফাইনাল খেলার স্বপ্নে বিভোর কলকাতা। বিপরীতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার অপেক্ষায় দিল্লি ক্যাপিটালস। এলিমিনেটর ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়েছে কলকাতা। জয়ের ধারা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করতে চায় সাকিব-মরগানরা। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম কোয়ালিফায়ার হেরে অপেক্ষা বেড়েছে দিল্লির। তবে, কলকাতার বিপক্ষে আত্মবিশ্বাসী দল। অঘোষতি সেমিফাইনালে ব্যাটিংয়েই বেশি মনোযোগ রিশব পান্থদের।
																			
																		













