ইভ্যালির বোর্ড গঠন বিষয়ে প্রস্তাবিত নাম যাচাই করে ১৮ অক্টোবর আদেশ দেবে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ইভ্যালির বোর্ড গঠন বিষয়ে প্রস্তাবিত নাম যাচাই করে ১৮ অক্টোবর আদেশ দেবে হাইকোর্ট। আজ বোর্ড গঠনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তিনজন সাবেক সচিবের নাম প্রস্তাব করলে আদালত এই আদেশ দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত তিনজন হলেন, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী ও ভূমি সংস্কার বোর্ডের সাবেক সচিব ইয়াকুব আলী পাটোয়ারী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রেজাউল আহসান। এর আগে মঙ্গলবার হাইকোর্ট জানান, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সাবেক সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একজন আইনজীবীর সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠন করা হবে। ইভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞাও জারি করেন হাইকোর্ট। এছাড়া গতকাল ইভ্যালির সব তথ্য প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দেয় রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম।