নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জার্মানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। ইউরোপ অঞ্চলের লড়াইয়ে ৪-০ গোলের বড় জয় পেয়েছে দলটি।
৫০ মিনিটে হার্ভাটজের গোলে ডেডলক ভাঙে জার্মানি। এরপর জোড়া গোল করেন টিমো ভারনার। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্স ফ্লিকের দল। ৮৩ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন বদলি ফুটবলার মুসিয়ালা। আন্তর্জাতিক ফুটবলে এটিই তার প্রথম গোল। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে জার্মানি। সেইসঙ্গে সবার আগে বাছাই পর্বের বাধা পেরিয়ে কাতার বিশ্বকাপে পা রাখলো দলটি।