৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়।সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ‘বিএনপির আন্দোলন আর অভ্যুত্থানের হাকডাক জনগণ বোঝে। তাদের এই গর্জনে বৃষ্টি হয় না, এটা মানুষ বুঝে গেছে। তাদের আন্দোলন লিপ সার্ভিসেই সীমাবদ্ধ। যারা মুখে এক কথা বলে, অন্তরে লালন করে ভিন্ন, যার কারণে যতই বুলি আওড়াক আন্দোলনের সক্ষমতা নেই দলটির।