আইন করে নির্বাচন কমিশন গঠন এখন সময়ের দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আইন করে নির্বাচন কমিশন গঠন এখন সময়ের দাবি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জানালেন, তবে এই দফায় তা বাস্তবায়ন সম্ভব না।এবারের কমিটি গঠন হবে সার্স কমিটির মাধ্যমেই।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে আইনমন্ত্রী আরো জানান, বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করতে কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিচারবিভাগকে আরো শক্তিশালী করতে দেশের সকল আদালতের অবকাঠামগত উন্নয়নের কাজ চলছে বলে জানালেন তিনি। নারী ও শিশু নির্যাতন মামলাগুলো নিস্পত্তির জন্য আলাদা অবকাঠামগত উন্নয়ন পরিকল্পনান হাতে নেয়া হয়েছে। আইনমন্ত্রী বলেন, দেশের সকল আদালতে মামলার জট কমানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।