অ্যান্ডি ফ্লাওয়ার আফগানিস্তান ক্রিকেট দলের পরামর্শক নিযুক্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আফগানিস্তান ক্রিকেট দলের পরামর্শক নিযুক্ত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় অ্যান্ডি ফ্লাওয়ার। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগান দলের সাথে থাকবেন তিনি।
ইংল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো এই কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ড দলের কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার অধীনেই ২০১০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো ইংলিশরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলির মতে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আফগানিস্তানের ক্রিকেটারদের সাথে কাজ করার অতীত অভিজ্ঞতা কাজে দেবে অ্যান্ডি ফ্লাওয়ারের। জিম্বাবুয়ের হয়ে ৬৩ টেস্ট ও ২১৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন অ্যান্ডি। আর ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও কোচিং করিয়েছেন আইপিএল, সিপিএল, পিএসএলের বিভিন্ন দলে।