বিশ্বকাপ বাছাই পর্বে আজ রাতে মাঠে নামবে ইংল্যান্ড

- আপডেট সময় : ০৭:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাই পর্বে আজ রাতে মাঠে নামবে ইংল্যান্ড। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রাত পৌনে একটায় অ্যান্ডোরার আতিথ্য নেবে হ্যারি কেইনের দল।
গ্রুপ আই-তে ৬ ম্যাচে ৫ জয় আর ১ ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। এই ম্যাচেও অ্যান্ডোরার বিপক্ষে বড় জয় পাওয়ার কথা ইংলিশদের। অ্যান্ডোরার সাথে গ্যারি সাউথগেট শিষ্যদের রেকর্ডটাও অনবদ্য। সবেশষ দুই ম্যাচে অ্যান্ডোরার জালে ১০ গোল দিয়েছে হ্যারি কেইনের দল। দুই দলের মোট ৫ দেখায় সবগুলোতেই জয় ইংলিশদের। তবে, ইনজুরিতে চিন্তিত ইংল্যান্ড। হ্যারি মিগুয়েরা, অ্যালেক্সজেন্ডার আরনল্ড ও জুডে বেলিংহাম মাঠের বাইরে। সাই বেঞ্চে থাকতে হবে রিচ জেমস ও ক্যালভিন ফিলীপসকে। তারপরও কেইন-রাশফোর্ডদের নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। সর্বশেষ ম্যাচে ড্র করেছে ইংলিশরা। গত মাসে পোল্যান্ডের সাথে ১-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। তাই এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় সাউদগেট বাহিনী।