নেত্রকোণায় পুজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শৃংখলা বজায় রাখতে নেত্রকোণা পৌর শহরের পুজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কাজি আব্দুর রহমান।
দুপুরে জেলা প্রশাসন ও পূজা উদযাপনের আয়োজনে পৌর শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ আয়োজকরা। পরে শহরের বড়বাজার এলাকার বটতলা কালীমন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। জেলায় এ বছর ৫৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
















