ঝিনাইগাতী উপজেলায় ড্রেনেজ ব্যবস্থা সচলের উদ্যোগ স্থানীয় প্রশাসনের

- আপডেট সময় : ০৫:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ড্রেনেজ ব্যবস্থা সচলের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। দুটি পৃথক প্রকল্প গ্রহণ করে ইতোমধ্যেই শুরু করা হয়েছে কাজ। ব্যবসায়ীদের নতুন দাবি ড্রেনগুলোকে আরোও প্রশস্ত করতে হবে।
কদিন আগেও সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যেত। আর জমে থাকা সেই পানি নামতে সময় লাগে অন্তত তিন থেকে চার ঘন্টা। পানি নেমে গেলেও ড্রেনে থেকে যাওয়া ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে জমে থাকায় পচে সৃষ্টি হতো দুর্গন্ধ। এতে সীমাহীন দূর্ভোগে ছিল ব্যবসায়ীসহ স্থানীয়রা। এ নিয়ে এসএ টিভিতে খবর প্রকাশ হলে নজরে আসে স্থানীয় প্রশাসনের। দূর্ভোগ লাঘোবে ড্রেন সংস্কারসহ পরিস্কার পরিছন্নতার কাজ শুরু করা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতীতে ড্রেনেজ ব্যবস্থা সচলের উদ্যোগ স্থানীয় প্রশাসনের
গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনকে ধণ্যবাদ দেয়ার পাশাপাশি ড্রেনগুলো আরোও প্রস্তত করার দাবী জানান ব্যবসায়ীরা।
দুটি পৃথক প্রকল্প গ্রহন করে কাজ শুরু করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, যত্রতত্র ময়লা ফেলার ব্যপারে সচেতন থাকার অনুরোধ জানান।
প্রকল্প দুটিতে প্রাথমিকভাবে ৪ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে জানান উপজেলা কর্মকর্তারা।